মাহমুদউল্লাহর আউট-নট আউট নিয়ে নাটক!

Wednesday, November 11, 2015



বাংলাদেশের ইনিংসের ৪৫তম ওভারের সেটি শেষ বল। গ্রায়েম ক্রেমারের বলে কাভারে বল পাঠিয়েই রান নিতে ছুটেছিলেন মাহমুদউল্লাহ। অপর প্রান্তে মাশরাফি সাড়া দেননি। কাভার থেকে সিকান্দার রাজার সরাসরি থ্রো যখন স্টাম্পে লাগল, মাহমুদউল্লাহ ক্রিজের অনেক বাইরে। আউট ভেবে ড্রেসিং রুমের দিকে হাঁটা দিয়েছিলেন মাহমুদউল্লাহ।
নাটকের শুরু তখনই। টিভি রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পে লাগার আগেই উইকেটকিপার রেজিস চাকাভার গ্লাভসে লেগে বেলস পড়ে যায়। প্রায় সীমানা পেরিয়ে যেতে থাকা মাহমুদউল্লাহকে থামান তামিম ইকবাল। ড্রেসিং রুম থেকে বেরিয়ে তামিম মাহমুদউল্লাহকে বলেন মাঠেই অপেক্ষা করতে।