ভাইবার, হোয়াটস অ্যাপ বন্ধ করা হবে: প্রধানমন্ত্রী

Thursday, November 12, 2015


বুধবার জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, “সব ভালো জিনিসের মধ্যে কিছু খারাপ জিনিস চলে আসে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে কিছু লোক অপরাধ করছে। এসব দুষ্কৃতকারী, সন্ত্রাসীদের ধরিয়ে দিতে হবে।”
সন্ত্রাসীরা ভাইবার-হোয়াটস অ্যাপ ব্যবহার করে অপরাধ করায় তা বন্ধে প্রধানমন্ত্রীর সহায়তা চান হাজি সেলিম, যিনি আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির নেতা। 
এ বিষয়ে শেখ হাসিনা বলেন, “জঙ্গি-সন্ত্রাসীদের কোনোভাবে সহ্য করা হবে না। কিছুদিনের জন্য হলেও এটা বন্ধ করে সন্ত্রাসীদের যাতে ধরা যায় সে পরিকল্পনা সরকারের রয়েছে।